হাল না ছাড়ার গল্প-১

 


কোন ল্যাঙ্গুয়েজ শেখার চেয়ে প্রোগ্রামিং শেখাটা বেশি জরুরি। 

বাংলাদেশের ভার্সিটির গুলো প্রথম সেমিস্টারে 'সি' ল্যাংগুয়েজ দিয়ে শুরু করে প্রোগ্রামিং এর পথচলা। 

যেহেতু 'সি' সিন্ট্যাক্টিক্যালি একটু টাফ্; তাই অনেক ছেলেমেয়েরই প্রোগ্রামিং এর সাথে প্রথম পরিচয়টা সুখকর হয় না। এতে করে তারা ডিসিশন নিয়ে নেয় যে প্রোগ্রামিং আমার জন্য না। 

কিন্তু তাদের কেউ এটা বলে দেয় না যে "যদি 'সি' তে মজা না পাও, তাহলে পাইথন শেখো।" 

এর মাঝে একটা কথা কমিউনিটিতে বেশ প্রচলিত যে "সি শিখলে অনেক খুঁটিনাটি শেখা যায়।" এটা সত্য। 

তবে প্রোগ্রামিং এর মজা টা পেয়ে গেলে পরে না হয়, ভেতরের খুঁটিনাটি জেনে নিবে। আগে ব্যাপারটা এঞ্জয় তো করুক৷ 

বাহিরের বিশ্ববিদ্যালয় গুলোতে প্রথম ল্যাংগুয়েজ হিসেবে পাইথন এর ব্যবহার করা হয়।

আমি এই তর্ক টানছি না যে কোন ল্যাংগুয়েজ ভালো, কোন ল্যাংগুয়েজ খারাপ। প্রতিটা ল্যাংগুয়েজ কোন না কোন জায়গায় বেস্ট ফিট। 

আমি বলতে চাচ্ছি কোন বিষয় শিখতে গিয়ে যদি ব্যাপারটা বিদঘুটে মনে হয় তাহলে আমাদের উচিত একেবারে হাল ছেড়ে না দিয়ে সহজ উপায়ে শেখার চেষ্টা করা। 

Don't Quit, Switch to Python.

একটি মন্তব্য পোস্ট করুন

কোন মন্তব্য থাকলে নির্ধিদায় লিখতে পারো

নবীনতর পূর্বতন