কাজে লেগে পড়ুন

ছবি: শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট, সাভার, ঢাকা।


স্বপ্ন দেখা যেমন আপনার অধিকারের মধ্যে পড়ে, সেই স্বপ্ন পূরণ করার দায়িত্বটাও পড়ে আপনার ব্যক্তিত্বের উপর। এই পৃথিবীতে আপনি এমন কাউকে পাবেন না যে আপনাকে মুখে ভাত তুলে খাওয়াবে, নিজের ভাতটুকুও আপনি নিজে তুলে খেতে হবে। যদিও আপনি এমন কাউকে পাবেন যারা আপনাকে সাহায্য করবে নিঃস্বার্থ ভাবে তবুও সেটা পাবেন ১৫℅ এরো কম। হুম এটাই বাস্তবতা! এই পৃথিবীর এক অপ্রিয় সত্য হলো আপনার শূন্য পকেট নিতান্তই আপনাকে বেঁচেও গুরুত্বহীন বানিয়ে দেয় এই স্বার্থপর সমাজের কাছে।  সেই গুরুত্বহীনতা আপনাকেই দূর করতে হবে। তাদের চোখে একদিন আপনাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে আপনার সাফল্য। আজ যারা আপনাকে গুরুত্ব দেয়নি সেই লোকরাই একদিন আপনাকে গুরুত্ব দিতে বাধ্য থাকবে। তাই কাজে লেগে পড়ুন। আশেপাশের মানুষের কাছ থেকে সমালোচনা শোনার সময় আপনার নেই। তাদের কাজই সমালোচনা করা। আপনি তাদের টাকায় চলেন না, পড়েনও না তাই তাদের পাত্তা দেওয়াও আপনাকে মানায় না।

দূর্জয় দাশ জয়
১৭ই মার্চ, ২০২২ ইং


Just like dreaming is your right, thats it to fulfill that dream is also a responsibility. You will not find anyone in this world who will feed you rice, you will have to eat your own rice. Although you will find someone who will help you in a selfless way, you will still get 15℅ less. Yess, that's the reality! One of the unpleasant truths of this world is that your empty pockets make you insignificant to this selfish society even if you survive. You just have to be more discriminating with the help you render toward other people. One day you have to show them your success in their eyes. People who don't value you today will one day be forced to value you. So Let's go. You don't have time to listen to criticism from the people around you. Their work is to criticize. You don't read about them, you don't read them, so paying attention to them It's doesn't suit you.

Durjoy Das Joy

17th March, 2022

একটি মন্তব্য পোস্ট করুন

কোন মন্তব্য থাকলে নির্ধিদায় লিখতে পারো

নবীনতর পূর্বতন