আমার সম্পর্কে

ছবিটি ২০২২ সালের ডিসেম্বর এর দিকে তোলা। লোকেশনঃ জাফলং



২০০১ সালের ১৩ জুলাই, সন্ধ্যাবেলায় জন্ম – দূর্জয় দাশ জয় এর! তার শহর, ছাতক, সুনামগঞ্জ।

তবে বাবার চাকরির সূত্রে নিজে শহরে থেকে পড়ালেখা করার সুযোগ হয়নি তাঁর। তাই শেষমেশ মৌলভীবাজার এসেই শিক্ষা ক্ষেত্রে যাত্রা শুরু হয় দূর্জয় এর। সেখানেই তার স্কুল, কলেজ আর পরিবারে বেড়ে ওঠা দুই বোনের সাথে। আর সেজন্যেই তার জীবনের প্রথম কুড়িটা বছর কাটে নিজের শহর ছেড়ে দূরে, মৌলভীবাজারে।

স্কুল-কলেজে কখনোই ব্যবসার প্রতি কোনো ধরনের ঝোঁক ছিল না, দূর্জয়ের। তার ভালো লাগতো প্রোগ্রামিং, টেকনোলজি আর রাত জেগে বই পড়তে। কিন্তু তার বেশ আগ্রহ ছিল, লেখালেখিতে। সপ্তম শ্রেণিতে পড়তে থাকা অবস্থাতেই দূর্জয় তার প্রথম কবিতা লিখে ফেলে! তারপর লেখালেখির ঝোঁক তাকে আরো পেয়ে বসে।

সেই ২০১৫ সাল থেকে ছোটখাটো কবিতা ও আর্টিকেল, বিভিন্ন পত্রিকা ও অনলাইন ব্লগগুলোতে লিখতে লিখতে ২০১৯ সালে গিয়ে শব্দশৈলী প্রকাশনী থেকে দূর্জয়ের প্রথম পেপারব্যাক বই, ডিজিটাল মার্কেটিংয়ে হাতেখড়ি প্রকাশিত হয়; অমর একুশে বইমেলায়! একইসাথে, সেই একই বইমেলায় দূর্জয়ের দ্বিতীয় বই, ব্রেইনফ্লুয়েন্সঃ দ্য সাইকোলজি অব মার্কেটিং – বইটি প্রকাশ হয়। এই বই দুটো বেস্ট সেলার ছিল, ২০১৯-২০২০ একুশে বইমেলার সময়কালে। ২০১৯ থেকে ২০২৩ অবধি দূর্জয় দাশ জয় মোট ৫টা বই অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইগুলো হচ্ছে, ডিজিটাল মার্কেটিংয়ে হাতেখড়ি, ব্রেইনফ্লুয়েন্সঃ দ্য সাইকোলজি অব মার্কেটিং, ফেসবুক A টু Z, ডিজিটাল সেলসঃ দ্য ফিউচার অব সেলস ও কপিরাইটিংঃ দ্য ফিউচার অব কন্টেন্ট রাইটিং!

২০১৭ সালে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনারত অবস্থায় দূর্জয়, বেশ কিছু সফটওয়্যার ও রেডিমেইড কম্পিউটার ভাইরাস স্ক্রিপ্ট তৈরি করে থাকে। সেই স্ক্রিপ্টগুলো এবং ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস সেল করার মাধ্যমে ডিজিটাল প্রোডাক্টের দুনিয়ায় দূর্জয় স্থায়ীভাবে পা রাখার সিদ্ধান্ত নেয়।

মার্কেটিং নিয়ে যদি আগে থেকেই  কিছুটা ধারনা ছিল তার, কিন্তু নিজের বইয়ের মার্কেটিং করার জন্য, ২০১৯ সাল থেকে মার্কেটিং নিয়ে দূর্জয় প্র্যাক্টিক্যালি কাজ শুরু করে। দূর্জয় এর প্রথম অনলাইন রেকর্ডেড কোর্স-ও মার্কেটিং নিয়েই ছিল! দূর্জয় এর, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল কোর্সে; ২০২০ সাল থেকে ২০২৩ অবধি প্রায় ২০০০০ এর বেশি শিক্ষার্থী ইনরোল করে থাকে। এখন পর্যন্ত দূর্জয় দাশ জয় এর কোর্সগুলো (সর্বমোট ৯টি রেকর্ডেড অনলাইন ভিডিও কোর্স) দেখা হয়েছে প্রায় ৮০ লক্ষের বেশি।

দূর্জয় যদিও অনার্স সম্পন্ন করার উদ্দেশ্যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেছিল কিন্তু, দিনশেষে তার কাছে অপশন ছিল, দুটো! হয়, পড়াশোনা নাহয় প্যাশন! দূর্জয় রাত জেগে নিজের প্যাশন আর স্কিলগুলোকে ঝালাই করার অপশনটাই বেছে নিলো! পড়াশোনা ক্ষান্ত দিয়েই, সেকেন্ড ইয়ার অবধি পড়েই, ভার্সিটি থেকে ড্রপআউট হয়ে গেলো দূর্জয়!

২০২৩ সালে এসে শেষমেষ দূর্জয়কে অনলাইন ইউনিভার্সিটি, School of Business and Trade (SOBAT) থেকে সোশ্যাল সায়েন্সে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি নিয়ে ফেলতেই হলো! 

ডিজিটাল প্রোডাক্ট তৈরি আর বিক্রি করার মাধ্যমেই দূর্জয় এর মানি মেকিং স্টেজ শুরু হয়। দূর্জয় এর প্রথম কোটি টাকার চেহারা দেখার সৌভাগ্যও হয়; ডিজিটাল প্রোডাক্টের হাত ধরেই! এখন পর্যন্ত, এই ৭/৮ বছরের অভিজ্ঞতায় প্রায় ২০ টাইপের বেশি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সেগুলো থেকে ক্যাশ জেনারেট করার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে দূর্জয় এর।  

দূর্জয় এর আরেকটা খুবই পছন্দের কাজ বিভিন্ন ধরনের কমিউনিটি তৈরিতে সময় দেয়া। দূর্জয় বিশ্বাস করে, কমিউনিটি ইজ দ্য কি টু বেটার ফিউচার অব হিউম্যান স্পিশিস! দূর্জয় এর কমিউনিটি তৈরির এই অভ্যাস থেকেই এখন পর্যন্ত প্রায় ২০০ এর বেশি অ্যাজেন্সি, বিজনেস ও পার্সোনাল ব্র্যান্ডকে ট্রেইনিং ও মেন্টরিং করেছেন তিনি। তার মোট  শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫০০০ ছাড়িয়ে গিয়েছিল, মাত্র ৩ বছরেই!

বসে থাকতে ইচ্ছে করে না, এই মানুষটার! যার ফলে নিজের ক্লায়েন্ট হ্যান্ডেল করাটাও তার কাছে হ্যাপিনেসের আরেকটা নাম! এসইও এবং অর্গানিক সেলস/লিডস/ট্র্যাফিক গ্রোথ হ্যাকস নিয়ে ৫ বছরের প্র্যাকটিক্যাল কাজ করার অভিজ্ঞতা রয়েছে দূর্জয় এর। ছোট ব্যবসাগুলোকে হাতে ধরে টেনে, নিজের ব্যবসার মতো কেয়ার করে মানি মেকিং ম্যাশিনে রূপান্তর করার ইচ্ছে থেকেই এখন পর্যন্ত প্রায় ১০০+ অনলাইন বিজনেসকে তিনি কনসালটেন্সির মাধ্যমে সাহায্য করেছেন অন পেইজ এসইও, ‘হিউমেইন’ এসইও অডিটিং, মানি মেকিং কীওয়ার্ড রিসার্চ, হাই অথোরিটি লিংক বিল্ডিং, টেকনিক্যাল এসইও, ওয়েব অ্যান্ড  অ্যাড কপিরাইটিং, ব্লগ আউটরিচ, অ্যাফোর্ডেবল অনলাইন পিআর গ্রোথ, গুগল অ্যালগরিদম আপডেটস, লোকাল এসইও ও লোকাল সেলস গ্রোথ, ইন্টারন্যাশনাল সেলস এবং সেলস গ্রোথ, সার্চ ইঞ্জিন পেনাল্টি রিকোভারি, গ্রোথ হ্যাকিং, ইউনিক ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েশন এবং অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্টসহ আরো বেশ কয়েকধরনের সার্ভিস দেয়ার মাধ্যমে!

একটি মন্তব্য পোস্ট করুন

কোন মন্তব্য থাকলে নির্ধিদায় লিখতে পারো