যা হয়েছে তা ভালই হয়েছে , যা হচ্ছে তা ভালই হচ্ছে, যা হবে তাও ভালই হবে। তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ? তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে , কাল তা অন্যকারো ছিল, পরশু সেটা অন্যকারো হয়ে যাবে। পরিবর্তনই সংসার এর নিয়ম । -শ্রীমদ্ভগবদগীতা
What has happened is getting better, what is happening is getting better, what will happen will also get better. What have you lost, that you are crying? What did you bring that you lost? What you have created, what is ruined, what you have taken, you have taken from here, what you have given, you have given here. What you have today, yesterday was someone else's, the day after tomorrow it will be someone else's. Change is the rule of the world. -Srimadbhagavadgita