মানুষ সত্যিই অদ্ভুত

যদি কেউ তোমার খবর নেয় তাহলে সেখানে নিজেকে সেলিব্রেটি ভাবার কারণ নেই.. অন্তত সেটা ভেবে নিজেকে সৌভাগ্যবান ভাবা উচিত এমন কেউ আছে যে তোমার খবর নেয় তাও স্বার্থ ছাড়া.. একবার যাচাই করে দেখো যারা তোমার প্রতিনিয়তই খবর নেয় তাদের কোনো স্বার্থ ছিলো কিনা!
মানুষ সত্যিই অদ্ভুত.. যখন মূল্যবান কিছু কাছে থাকে তখন গুরুত্ব দেয়না কিন্তু হারিয়ে গেলে ঠিকই বুঝে, কতটা মূল্য ছিলো সেটার.. তখন হাজারবার আর্তনাদ করলেও ফিরে পাওয়া যায়না সেই মূল্যবান জিনিস.. তখন সেটা হয়ে যায় নিতান্তই দূর্লভ, কিন্তু সেটাই ছিলো একদিন তোমার কাছে,, অনেক কাছে..
হ্যা এটাই বাস্তবতা!! যা প্রতিবার তোমাকে নির্বাক-ধূসর এর মত চুপ করিয়ে দিবে.. তাই সেগুলো থেকে অবশ্যই তোমার শিক্ষা নেওয়া উচিত.. কারণ কেউ জীবন নামক প্রকৃত সুশিক্ষা না পেলে কখোনো প্রকৃত মানুষ হয়ে উঠতে  পারেনা..
তাই সুখে ভরা পাষাণ হৃদয়ের তুলনায় কান্নায় ভেঙ্গে পড়া সিক্ত হৃদয় অনেক পবিত্র ও উত্তম!! যা প্রতিটি মানুষ এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও গুরুত্ব বোঝানোর চেষ্টা করে..
সময় থাকতে নিজের অতি অহংকার ও ঘৃনা পরিহার করো তানাহলে কিছুই না,,,
শুধু তোমার আফসোস থেকে যাবে চিরশান্তির এই সুন্দর জীবনটি উপভোগ করার.. কারণ তোমার ভালো খারাপ তুমিই ভালো বুঝবে আর কেউনা..

একটি মন্তব্য পোস্ট করুন

কোন মন্তব্য থাকলে নির্ধিদায় লিখতে পারো

নবীনতর পূর্বতন