যেসব বৈশিষ্ট্য আপনার ক্যারিয়ার নষ্ট করতে পারে


১। হস্তমৈথুন।
২। অতিরিক্ত চিন্তা করা।
৩। অলসতা।
৪। একদম শেষ মুহুর্তে কোন কাজ শেষ করার প্রবণতা।
৫। কমফোর্ট জোন থেকে বের না হওয়া অর্থাৎ সবসময় নিজের স্বাচ্ছন্দ্যের জগতে বাস করা।

৬। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার। এগুলো সবসময় এমন কিছুই পোস্ট করবে, যা আপনার মনযোগ আকর্ষণ করবে। কারণ তাদের আয় আসেই আপনার থেকে।

৭। পর্ণ এবং এ জাতীয় ওয়েব সিরিজ দেখা। আপনার মন-মস্তিষ্ককে গর্হিত জিনিস খাওয়ানো থেকে বিরত থাকুন। এগুলো আপনার ক্যারিয়ারে নানামুখী সমস্যার জন্ম দিবে।

৮। আবেগগুলোকে চাপানোর চেষ্টা করবেন না। নিজের আবেগগুলোকে ভুলভাবে সামলানোর বা চাপানোর চেষ্টা করলে কখনো বেড়ে উঠতে পারবেন না।

৯। অতীতকে নিয়ে পড়ে থাকা। যা যাওয়ার তা গেছে।
সামনে এগিয়ে চলুন।

১০। সোশ্যাল মিডিয়াগুলোতে বাজে মন্তব্য করা। এখনকার সময়ে সবকিছুই ট্র্যাক করা যায়। এমনকি যদি আপনি ফেক অ্যাকাউন্টও ব্যবহার করে থাকেন তবুও আপনার আইপি (Internet Protocol Address) দিয়ে আপনার কার্যক্রম ট্র্যাক করা সম্ভব। আপনি যখন কোনো কোম্পানির ভালো পদে যাবেন তখন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোও বিশ্লেষণ করা হতে পারে।

১১। আপনার জন্য প্রযোজ্য নয় বা উপযোগী এমন কাজে নিজেকে জড়িয়ে ফেলা।

১২। ভুল মানুষগুলোর কাছ থেকে অতিরিক্ত এবং অবাস্তব আশা রাখা।

১৩। সবসময় "হ্যাঁ" বলা।

১৪। অতিরিক্ত সবকিছুই অপচয় ও ক্ষতিকর। কোনোকিছুই সীমার অতিরিক্ত করবেন না। উচ্চাভিলাসী হওয়া বা সবসময়ই পজিটিভ থাকাটা আপনার ক্যারিয়ারে কোনোই কাজে আসবে না। অল্পে তুষ্টি অর্জন করুন এবং এমন লক্ষ্য নির্ধারণ করুন, যা আপনার সীমার মধ্যে।

১৫। পরিবর্তনের জন্য প্রস্তুত না থাকা।

১৬। আসক্তি (সোশ্যাল মিডিয়া, মাদক দ্রব্য ইত্যাদি)

১৭। অন্যের কথা দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা।

১৮। অন্যদের সাথে নিজেকে তুলনা করা।

১৯। অন্যের সমালোচনা করা এবং অন্যের সফলতায় হিংসাপ্রবণ হওয়া।

২০। কারমার (কর্মফলের) ব্যাপারে উদাসীন হওয়া। আজ মানসিকতা বা কাজে কর্মে যা লালন করবেন, তা একদিন ফিরে আসবেই এবং তার প্রতিদান একদিন পাবেনই।

২১। অতিরিক্ত খরচের প্রবণতা বা বেহিসাবি হওয়া।

২২। নিজের মা বাবার থেকে আরো বেশি কিছু পাবার আশা করা। এমন চিন্তার প্রবণতা যে, যদি তাদের আয় আরেকটু বেশি হতো, হয়তো আমার জীবন এমন হতো না।

শুনুন, এবার আপনার পালা তাদের ঋণ শোধ করবার। তারা হয়তো তাদের প্রিয়জনের সাথে দামি দামি জিনিসে ব্যয় করে অনেক আয়েশে জীবনযাপন করতে পারতেন। কিন্তু তারা তা না করে আপনার পিছনে খরচ করেছেন। তাদের সম্মান করুন।

আরেকটি কথা বলে শেষ করতে চাই,

"নিজের সাথে সৎ থাকুন। আপনার সীমাবদ্ধতাগুলোর ব্যাপারে কথা বলা, দুঃখ পাওয়া বন্ধ করুন। নিজের জীবনের ব্যাপারে নিজে দায়িত্ব নিতে শুরু করুন, আর তখনই কেবল আপনি আপনার জীবনের ব্যর্থতাগুলো সফলতায় ঢেকে দিতে পারবেন।"

আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য লেখক ও অনুবাদকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা আপনার জন্য।


 

একটি মন্তব্য পোস্ট করুন

কোন মন্তব্য থাকলে নির্ধিদায় লিখতে পারো

নবীনতর পূর্বতন