ডোরেমন এর জন্মসাল!




২১১২ সাল কিভাবে!
দেখে নেওয়া যাক
ডোরেমন মূলত কোনো কার্টুন না।  এটা একধরনের অ্যানিমে। 
ডোরেমন মূলত একটি মাঙ্গা৷  পরবর্তীতে এটা জাপানের একটা জনপ্রিয় কমিক হিসাবে পরিচিতি লাভ করে৷  পরে এটার অ্যানিমেশন হিসাবে আসে৷ 
এর গল্প ও টাইমলাইন অনুযায়ী ডোরেমন ভবিষ্যতের একটা আবিষ্কার।  তার জন্ম হওয়ার পর কিছু যান্ত্রিক ত্রুটির কারনে তার আচারন অন্য সব রোবট দের থেকে আলাদা ছিলো৷  তাই তাকে পুনরায় বানানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।  কিন্তু তখন সিবাসি নামক একটা শিশু তাকে পছন্দ করেছিলো।  ছোটো বেলা থেকেই ডোরেমন সিবাসির সাথে ছিলো। পরে সিবাসি তার পরদাদুর কাছে মানে নবিতার কাছে ডোরেমন কে পাঠাতে চায়!  কিন্তু ডোরেমন Twenty second century  থেকে আসতে চাইনি।  কিন্তু সিবাসি তাকে জোরপূর্বক পাঠাই ( ডোরেমন স্টান্ড বাই মি প্রথম মুভি টা দেখলে বুঝতে পারবেন) । এবং বলে নবিতা যতদিন না ভালো হবে এবং জ্ঞান ও বুদ্ধিমান হবে ততদিন ডোরেমন ভবিষ্যতে ফিরে যেতে পারবে না।  পরে ডোরেমন নবিতার সাথেই থেকে যাই।  (স্টান্ড বাই মি টু তে দেখানো হয়েছে ভবিষ্যতে ডরেমন নবিতার সাথে থাকে না৷  কিন্তু কেন সেইটা জানানো হয়নি।  যদিও কিছু শরট এপিসোডে তার ব্যাটারি ফুরানোর জন্য ডোরেমন এর অচল এর কথা বলা হয়েছে যার কারনে ডোরেমন ভবিষ্যতে নবিতার সাথে থাকতে পারে নাহ।  কারন ডোরেমন এর ব্যাটারি তার কানের মধ্য দিয়ে লাগাতে হয় যা ডোরেমন অনেক আগেই কিছু রোবোটিক ইদুরের মাধ্যমে হারিয়েছে!  এই কারনে ডোরেমন ইদুর কে ভয় পাই!  কিন্তু আসল কারন হইত স্টান্ড বাই মি ৩ তে দেখানো হতে পারে।  
এই বার হইত বুঝেছেন ২১১২ সালের বিষয় টাহ।  
আসুন এবার টাইম ট্রাভেল নিয়ে মজার কিছু ডোরেমন এ দেখা যাক 
  এখানে টাইম ট্রাভেলের অনেক ফ্যাক্ট আছে৷  এই যেমন ডোরেমন ভবিষ্যত থেকে আসে নবিতাকে সুধরানোর জন্য।  নবিতা অলস,  বুদ্ধিহীন,  তাই নবিতার বংশধর রা ভবিষ্যতে গরীব থাকে৷  যার কারনে সিভাসি তাকে ভবিষ্যতে পাঠাই!  নবিতা যখন ইন্টেলিজেন্ট,  পরিশ্রমী  হয়ে যায় তখন সে ভবিষ্যতে অনেক সফলতা অর্জন করে,  সে অনেক ধনী হয়।  তাই তার বংশধর রাও ধনী থাকবে তাই সিবাসিকে ভবিষ্যত থেকে অতীতের নবিতার কাছে ডোরেমন পাঠাতে হবে নাহ।  আর ডোরেমন অতীতে না আসলে নবিতা অলসই থাকতো।  আর নবিতা কখনই ধনী হতে পারবে নাহ।
~শাহরিয়ার মাহাদী

 

একটি মন্তব্য পোস্ট করুন

কোন মন্তব্য থাকলে নির্ধিদায় লিখতে পারো

নবীনতর পূর্বতন