বাংলা লোকজ সঙ্গীতের জগতে এক অন্যতম কীর্তিমান পুরুষ কবি আলাউদ্দিন বয়াতি । তাঁর কালজয়ী সৃষ্টি 'মন আমার দেহঘড়ি' গানটি আজও মানুষের মুখে মুখে বেঁচে থাকা এক জনপ্রিয় গান। গানটিতে লক্ষ্য করা যায় কবি আলাউদ্দিন বয়াতির সঙ্গীত প্রতিভা আর দার্শনিক চিন্তাধারার এক চমৎকার সংমিশ্রণ। গানটি জনপ্রিয় করতে বিশেষ ভূমিকা রেখেছেন আরেক প্রখ্যাত শিল্পী আব্দুর রহমান বয়াতি । বাংলাদেশের গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে সব শ্রেণির মানুষের মাঝেই সুপরিচিত ও শ্রোতাপ্রিয় গান 'মন আমার দেহঘড়ি'♥️
সংলাপ : মাটির ময়না (২০০২)
গাহক : আব্দুর রহমান বয়াতি
গানের কথা ও সুর : আলাউদ্দিন বয়াতি
ভিডিও পরিচালনা ও সম্পাদনা: দূর্জয় দাশ জয়