মেয়েদের আপনার কেমন লাগে?



মেয়েদের আপনার কেমন লাগে?

প্রশ্নটা শুনতে বড় অদ্ভুত শোনায়। তবে আজকের এই সমাজ ব্যবস্থার কারনে প্রশ্নটাও যে করতেই হয়। মেয়ে হওয়া এত সহজ না।

জন্মের পরে নাক, কান ফোঁড়ানো ব্যাথা সহ্য করতে হয়। প্রতি মাসে মাসে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়। একটু বড় হলে হাজারটা বিয়ের প্রস্তাব রিজেক্ট করে নিজের পায়ে দাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হয়। নিজের পরিবারকে ছাড়তে হয়। নিজের পরিবারকে ছেড়ে অন্য পরিবারে গিয়ে খুব কম সময়েই নিজেকে মানিয়ে নিতে হতে হয়। সংসারের কাজ না জানলেও দিনশেষ কাজগুলো ঠিক-ই করতে হয়।

মা হওয়ার কষ্টের কথা না হয় না-ই বললাম। যেখানে একজন সাধারণ মানুষ ৪৫ ডেল ব্যাথা সহ্য করতে পারে সেখানে মা হওয়ার সময় ৫৭+ অধিক ব্যাথা সহ্য করতে হয়। শীতকালে সন্তানের প্রস্রাবের ভেজা কাঁথায় ঘুমোতে হয়। বাচ্চা সামলানো থেকে শুরু করে, বাচ্চার পড়ালেখা, খেলাধুলা সহ সংসারের যাবতীয় সব একসাথে সামলাতে হয়।

এরপর আসে সংসার জীবনের ঝামেলা। যা চোখ মুখ বুঝে সহ্য করতে হয় আজীবন। প্রতিবাদ করলেই বাপের বাড়ি চলে যা বলে হুমকি খেতে হয়। এভাবেই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সহ্য করতে হয়।

তাদের কষ্ট না দিয়ে একটু ভালোবাসুন, তাদের আদর করুন, তাদের যত্ন করুন জন্মের পর থেকেই তারা অনেক কিছুই সহ্য করে আসছে। তারা ভালোবাসা পাবার যোগ্য। মেয়ে হওয়া এতো সহজ ব্যাপার না। মেয়েরা সব কিছু সহ্য করতে পারে। মায়ের জাতেরা সব কুছু সহ্য করতে পারে। সৃষ্টিকর্তা তাদের সহ্য করার ক্ষমতা দিয়েই পাঠিয়েছেন।

এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

2 মন্তব্যসমূহ

কোন মন্তব্য থাকলে নির্ধিদায় লিখতে পারো

নবীনতর পূর্বতন