ভাগ্যদোষে হইলাম এতিম
আছেন শুধু মাতা,
রোধ লাগতে দেননা গায়ে
তিনিই আমার ছাতা ।
আছেন শুধু মাতা,
রোধ লাগতে দেননা গায়ে
তিনিই আমার ছাতা ।
বটগাছ ছিলো অনেক আগে
এখনতো আর নেই,
ছায়া হয়ে থাকতেন কাছে
ভালোবাসতেন সেই ।
বটগাছ হঠাৎ মারা গেল
খাওয়াতো অনেক ফল,
সেই শোখে এখনও আমার
চোখে আসে জল ।
সাহিত্য চর্চা করে যদি
মনে শান্তি পাই,
তাহলেতো অনেক বেশি
কবিতা লিখতে চাই ।
সেই যেদিন দেখে ছিলাম
শেষবারের মতো,
দূঃখগুলো বেরিয়ে আসে
সাথে কান্নাগুলো কত ।
বলেছিলাম চাপা গলায়
"কোথায় গেছ তুমি",
ফেলে গেছ আমাকে আর
প্রিয় জন্মভূমি ।
কতকাল দেখিনা তুমায়
দেখতে ইচ্ছে করে,
তুমি নেই বলে আমার সব সুখ
উড়ে গেছে ঝড়ে ।
তুমার কথা ভাবি যখন
দুঃখ পিছু করে,
ছবিটা তখন বুকে নিয়ে
শান্তি মন জুড়ে ।
বলতে তুমি "কিসের অভাব
যা পারিস তা কিন",
হাসি খুশিতে ভরে উঠত
সেই প্রতিটা দিন ।
তুমি যখন করতে আমায়
আদর বুক ভরে,
তখন তুমার আদর খেতাম
বসে চুপটি করে ।
সময় থাকতে কেন ফিরাতে পারিনি
সেই আদরগুলি,
কান্না পেলে কান্না মুছার
শুধুই ছিলে তুমি ।
সত্যি বলতে অতিথ ভবিষ্যত
দুটোই মরিছিকা,
ভাগ্য থাকলে বর্তমান ভেবে
নিজেকে কর প্রতিষ্ঠা ।
রাত যত গভীর হোক না কেন
একদিন সকাল আসে,
সেদিন মানুষ না আমি নিজেই
থাকবো মানুষের পাশে ।
যা হওয়ার তা হয়েই গেছে
কি আর করবো ভাই,
সেই গভীর রাতে বাবাকে হারানোর গল্প
আমি ভুলে যেতে চাই ।
কোনো কিছুর অভাব নাইরে
অভাব বাবার আদর,
ঠান্ডা যেন না লাগে ভাই
শরীরে দিতেন চাদর ।
কত রঙের মানুষ ভবে
কত রঙের ছল,
ভাগ্যদোষে হায়রে হায়
অর্ধেক মানুষই পাগল ।
কারোও আবার দুঃখ কম
কারো দুঃখ বেশি,
তা নিয়েইতো সবসময়
চলছে রেশা-রেশি ।
দুঃখগুলোকে কি আর করি
সোনার খাঁচায় ভরি,
একদিন না একদিন যাবে
এই দুঃখগুলি মরি ।
মানুষকে নিয়ে কি আর ভাববো
নিজেরই নাই হুষ,
হাসতে হাসতে কেঁদেফেলি
সবই ভাগ্যদোষ ।
joss bondu . I love your talent
উত্তরমুছুনthanks bndu
মুছুন