কি অদ্ভুত তাই না?

 

কি অদ্ভুত তাই না!
সমস্ত জীবনটা একটা ছন্দের মত 
জন্ম-মৃত্যু, বিয়ে-বিচ্ছেদ, সততা-অসততা, প্রেম-অপ্রেম 
সুপাত্র-অপাত্র, হাসি-কান্না, অভাব-প্রাচুর্য । 
কারো মোটা শরীর নিয়ে মন খারাপ কারো শুকনো শরীর নিয়ে আক্ষেপ, কেউ সমস্ত জীবন ভালোবেসে কেবল অবহেলাই পেলো, কেউ না চাইতেই এত ভালোবাসা পেয়ে গেলো যে ভালোবাসার আর কদর থাকলো না তার কাছে। কারো কাছে যা কুৎসিত অন্যকারো কাছে তা নিখিল সুন্দর, কারো কাছে যা উচ্ছ্বিষ্ট অন্য কারো কাছে তা অমৃত। কেউ দিনের পর দিন পাশে থেকেও ঠকায় কেউ সহস্র দূর থেকেও আপন হৃদয় মন্দিরে রেখে ভালোবেসে যায় নিভৃত্তে। 
জীবনটা এমনই ভুলে-ভ্রান্তিতে প্রেমে-অপ্রেমে 
শুদ্ধতায়-অশুদ্ধতায়।
কি অদ্ভুত তাই না??

একটি মন্তব্য পোস্ট করুন

কোন মন্তব্য থাকলে নির্ধিদায় লিখতে পারো

নবীনতর পূর্বতন