SEO কী এবং কেন?
SEO এর ফুল মিনিং হচ্ছে Search Engine Optimization. ধরে নিলাম আপনি এই ব্যাপারে নতুন তাই খুব সহজভাবে বলছি। আশা করি বুঝবেন। ধরুন আপনি একটি বাগান করতে চাইছেন কিন্তু সেই সম্পর্কে আপনার ভাল ধারনা নেই। আপনি গুগলে "কিভাবে একটি সুন্দর বাগান তৈরি করা যায়" এটা লিখে সার্চ দিলেন। এরপর দেখলেন ১,০০,০০০ এর বেশী রেজাল্ট দেখাচ্ছে। কিন্তু এতগুলোর মধ্যে আপনি প্রথম যে রেজাল্টটা আসছে সেটার উপর ক্লিক করলেন। এবার ভাবুন এতগুলো রেজাল্ট এর মাঝে সবার প্রথমে যে রেজাল্টটা দেখাচ্ছে সেটা কি এভাবেই চলে এসেছে ? না । এর জন্য SEO করতে হয়েছে। যার মধ্যে ২ ধরনের SEO রয়েছে । ১ টি "On Page SEO" অন্যটি OFF Page SEO।** ON PAGE SEO হচ্ছে আপনার ওয়েবসাইটের উপর বা ভিতরে যে SEO করা হয়। সেগুলো হচ্ছে আপনার সাইটটা কি গুগলে সংযুক্ত করেছেন কিনা, আপনার কন্টেন্ট কতখানি গুছিয়ে লিখছেন , আপনি কতটা কার্যকরী কি- ওয়ার্ড ব্যাবহার করে কন্টেন্ট এর টাইটেল দিচ্ছেন , আপনার কন্টেন্ট কতখানি Unique, কোন ছবি কি যুক্ত করছেন নাকি , বডি পার্টে হেডিং এর কার্যকরী ব্যাবহার করছেন কিনা, গুরুত্বপূর্ণ কি - ওয়ার্ড গুলোতে হাইপারলিঙ্ক সংযুক্ত করছেন কিনা ইত্যাদি।
**অন্যদিকে OFF Page SEO হচ্ছে সাইটের বাইরে গিয়ে যে কাজগুলো করতে হয়। এদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনার কন্টেন্ট শেয়ার দেওয়া, আপনার কন্টেন্ট এর সাথে সম্পৃক্ত এমন কন্টেন্ট গুগলে খুঁজে বের করে সেখানে কমেন্ট অপশনে Backlink তৈরি করে কমেন্ট করা। ( Backlink হচ্ছে ধরুন আমি কমেন্টে লিখালাম , "আপনার এই কন্টেন্ট সত্যি অনেক হেল্পফুল । অনেক নতুন কিছু জানতে পারলাম । Facebook একটি সাইট থেকেও এই বিষয়ের উপর আরও কিছু ধারনা পেয়েছিলাম। এখন আমার কাছে ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে"। এখানে Facebook ধরুন আপনার সাইট । এই Facebook লেখাটার উপর শুধু Backlink তৈরি করে দিন। এতে আপনার কমেন্ট এপ্রুভ হওয়ার সম্ভাবনা বাড়বে এবং ওই সাইটের অনেক ভিসিটর আপনার সাইটে আসবে। )
** মনে রাখেবন OFF Page SEO হচ্ছে অনেকগুলো কাজের সমষ্টি । তাই শুধুমাত্র শেয়ার বা কমেন্ট করে এই কাজ শেষ হয়ে যাবেনা। পাশপাশি , Directory Submission , Social Bookmarking , Article submission, Guest Posting ইত্যাদি এর সাথে সম্পৃক্ত । যেগুলো নতুনদের কাছে করা বা বুঝাটা একটু জটিল কিন্তু আপনি যদি এই বিষয়গুলো কিভাবে করবেন সেটা যদি দেখে নেন আমার বিশ্বাস আপনি কিছুদিনের মধ্যেই শিখে যাবেন।
এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।